আমার মিনু

মিনুর ছবি দেখলে এখনও আমার চোখে পানি চলে আসে এটা ভেবে যে আমি কিভাবে মিনুকে

দিনটি ছিল ১৫ ই মার্চ,২০২১। সেই দিন থেকে শুরু আস্তে আস্তে বিড়ালের প্রতি ভালোবাসা। কারণ সেই দিনই আমার প্রথম পোষা প্রাণী, আমার মিনু আমার কাছে এসেছিল। সেই সময়ে করোনার কারণে চারদিক ছিল সবকিছু বন্ধ। তাই বাসায় সময় কাটানোর জন্য মেয়ের আবদারে মিনুকে নিয়ে আসি। মিনুর বয়স তখন ছিল ২ মাস।আমি আগে বিড়াল একদমই পছন্দ করতাম না। এমনকি যখন মিনু এসেছিল তখনও প্রথম কয়েকদিন ভয় পেতাম।তারপর আস্তে আস্তে মিনুর প্রতি মায়া জন্মে গেল। মিনুও আমাকে অনেক ভালবাসত। মিনু অনেক লক্ষী এবং শান্ত স্বভাবের বিড়াল ছিল। মিনু আমার সব কথা বুঝত এবং শুনত।আমার মিনু আস্তে আস্তে বড় হতে লাগল।ওর সাথে আমার সময় কাটাতে যেমন: খেলতে, কথা বলতে, নিজ হাতে খাওয়ায় দিতে অনেক ভালো লাগত। তারপর দেখতে দেখতে মিনু প্রথম মা হলো। তখন মিনু ৪ টা বাচ্চা জন্ম দিয়েছিল। বাচ্চাগুলো মাশাল্লাহ অনেক সুন্দর ছিল।বাচ্চাগুলো আস্তে আস্তে হাটা শুরু করলো, নিজে নিজে খেতে শুরু করল। বাচ্চাগুলো দেয়ার ইচ্ছা ছিল না। কিন্তু কিছু করার ছিল না। এতগুলো বিড়াল পালা আমার পক্ষে সম্ভব ছিল না। তাই বাধ্য হয়ে বাচ্চাগুলোকে এডপশনে দিয়ে দিলাম। তারপর কয়েক মাস পর মিনু দ্বিতীয়বারের মত আবার মা হলো।এবার পাঁচটা বাচ্চা জন্ম দিল। এবারের বাচ্চাগুলো অনেক সুন্দর ছিল।এর মধ্যে আমি বাচ্চাগুলো যখন এডপশনে দেওয়া শুরু করলাম তখন আবার মিনু হিটে চলে আসে। যেসব বাচ্চা এডপশনে দিয়েছিলাম তার মধ্যে কিছু বাচ্চা ফেরত দিচ্ছিল পালতে না পারার কারণে।আর তাই পরিস্থিতির চাপে পরে আমি মিনুকে এডপশনে দিতে বাধ্য হই।তখন আমি বুঝেছিলাম আমি কি হারিয়ে ফেলেছি। মিনুর অনুপস্থিতিতে বুঝি যে একটি বিড়াল ছাড়া একটি বাড়ি অসম্পূর্ণ। মিনুকে যারা নিয়েছে তারা আমার থেকে বেশি আদর যত্নে রেখেছে। এটা দেখে আমি মিনুকে নিয়ে চিন্তামুক্ত।আমি তাদের প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আমি তাদের জন্য সব সময় দোয়া করি তারা যেন ভালো থাকে এবং প্রাণীদের সেবামূলক কাজ করে যেতে পারে।এবং মিনুর জন্যও সবসময় দোয়া করি সে যেখানেই থাকুক না কেন সে যেন ভাল থাকে।মিনুর ছবি দেখলে এখনও আমার চোখে পানি চলে আসে এটা ভেবে যে আমি কিভাবে মিনুকে দিয়ে দিতে পারলাম।মিনুকে আমি কখনোই ভুলতে পারবো না সে সবসময় আমার হৃদয়ের মাঝে থাকবে।

যতক্ষণ না কেউ একটি প্রাণীকে ভালোবাসে ততক্ষণ পর্যন্ত সে তার আত্মার একটা অংশ সম্পর্কে অজ্ঞাত থাকে।সকল পোষা প্রাণী এবং অন্যান্য প্রাণীর প্রতি দয়া করুন তাহলে তারাও আপনার প্রতি সদয় হবে।সকল প্রাণীদেরই ভালোবাসুন।

Share the Post:

Related Posts

আমার প্রথম স্মৃতি হল এক অন্ধকার বেসমেন্টের, যেখানে আমি অনেকদিন বসবাস করেছি... ...
On a cool evening in December 2021, the bustling market of Rayer Bazar in Mohammadpur ...
0

Your Cart Is Empty

No products in the cart.